বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১১:২০, ১৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:৪১, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ছাত্রলীগের হাতে মার খাওয়া জিতু হলেন জাকসু ভিপি

ছাত্রলীগের হাতে মার খাওয়া জিতু হলেন জাকসু ভিপি
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে ছাত্রলীগের হাতে মার খাওয়া আব্দুর রশিদ জিতুই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন। তিনি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের ভিপি পদপ্রার্থী ছিলেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।

আব্দুর রশিদ জিতু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ প্ল্যাটফর্মের আহবায়ক। কোটা সংস্কার আন্দোলনের আগে তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হন।

পরবর্তীতে আরিফ সোহেল আটক হলে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে ফার্স্ট ম্যান হিসেবে ৫ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরের আন্দোলন পরিচালনা করেন। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে প্ল্যাটফর্মের সূচনা করেন এবং এই প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন।

জাকসু নির্বাচনে এবার মোট আটটি প্যানেল অংশ নেয়। এর মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেল সহ ৪টি প্যানেল নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে।

সর্বশেষ