রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১২:২৬, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচনের ফল ঘোষণা সন্ধ্যা ৭টায়

জাকসু নির্বাচনের ফল ঘোষণা সন্ধ্যা ৭টায়
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ঘোষাণা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

যদিও এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেছিলেন, ‘আশা করছি আজ দুপুর ২টার মধ্যেই ফল ঘোষণা সম্ভব হবে। ইতোমধ্যে ১৮ হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি আছে আরও ৩টি হল।'

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করায় ভোটগ্রহণ কিছুটা পিছিয়ে যায়। এরপর রাত ১০টায় শুরু হয় ভোট গণনা। তবে তিন দিনেও ভোট গণনা শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের।

সর্বশেষ