বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১২:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:১১, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাকসুর ফলাফল ঘোষণা দুপুর ২টার মধ্যে: অধ্যাপক লুৎফুল এলাহী

জাকসুর ফলাফল ঘোষণা দুপুর ২টার মধ্যে: অধ্যাপক লুৎফুল এলাহী
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে শনিবার বেলা ১১টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২১ কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। বাকি তিন কেন্দ্রের ভোট গণনা এখনো বাকী রয়েছে।

ভোট গণনা শেষে আজ দুপুর ১টা থেকে ২টার মধ্যে ভোটের ফলাফল প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী।

কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরুর আগে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, 'জাকসু কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে।'

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়, বিকাল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। রাত সোয়া ১০টার দিকে জাকসু নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ম্যানুয়ালি এই ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে।

সর্বশেষ