রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

ছাত্র শিবির

ছাত্র শিবির

অন্তর্বর্তী সরকারের জন্য হাসিনা গর্ত থেকে ষড়যন্ত্র করতে পারছে: ডাকসু ভিপি

অন্তর্বর্তী সরকারের জন্য হাসিনা গর্ত থেকে ষড়যন্ত্র করতে পারছে: ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) উপ-সভাপতি সাদিক কায়েম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নমনীয়তাকে কাজে লাগিয়ে গর্ত থেকে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তাঁর সমর্থকরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সাংবাদিকদের সামনে এসব অভিযোগ করেন তিনি। সাদিক কায়েম বলেন, `এই হাসিনা ভারত থেকে ভিডিও পাঠাইসে নামানোর জন্য। আমরা জানি গর্ত থেকে কিছু বার হইসে। তাদের আপা নাকি আইতেসে। আমরা খুঁজতেসি, আপনাদের কাছে ইনফর্মেশন থাকলে জানায়েন। ছাত্র-জনতা খুনি হাসিনার দোসরদের যেখানেই পাবে, লাল করে দিবে।`

কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ছাত্রশিবিরের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ছাত্রশিবিরের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। ছাত্রশিবির ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য সরকারকে আল্টিমেটাম দিয়েছে। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এমনটা জানান। জাহিদুল ইসলাম অভিযোগ করেন, স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। তিনি বলেন, নব্য ফ্যাসিস্ট ও কুরআন বিদ্বেষী রাজনীতির অংশ হিসেবে শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে।

শিক্ষকদের ওপর পুলিশি হামলায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের ওপর পুলিশি হামলায় ছাত্রশিবিরের নিন্দা

জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম রোববার (১২ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে নেতারা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও অন্যান্য ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। পূর্বঘোষণা অনুযায়ী রোববার সকাল ৮টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি শুরু হলে বেলা আড়াইটার দিকে বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর হামলা চালায়। সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। জাতি গড়ার কারিগরদের ওপর এ ধরনের হামলাকে ন্যক্কারজনক ও লজ্জাজনক বলে উল্লেখ করেন তারা।

বিসিএস পরীক্ষার্থীদের জন্য দেওয়া বাসে ছাত্রশিবিরের স্টিকার!

বিসিএস পরীক্ষার্থীদের জন্য দেওয়া বাসে ছাত্রশিবিরের স্টিকার!

সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া ৪৯ তম বিশেষ বিসিএস পরীক্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে এবং যাত্রাকে নিরাপদ করতে পরিবহন পুল থেকে দেওয়া বিশ্ববিদ্যালয়ের বাসে দেখা যায় ছাত্রশিবিরের স্টিকার। স্টিকারে লেখা ছিল `সার্বিক সহযোগিতায়- জাককানইবি শাখা ছাত্রশিবির `। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। জানা যায়, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ৪৯ তম বিশেষ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছিল প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব ও নিরাপদ যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় থেকে ঢাকামূখী ৬ টি বাসের ব্যবস্থা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে বাস সম্পর্কিত তথ্য জানানো হয়।