চবিতে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০০ শিক্ষার্থী আহত, আইসিইউতে দুজন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা এলাকায় দুই দিন ধরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ২০০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। চিকিৎসকরা তাদের অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন। রোববার সন্ধ্যা পর্যন্ত তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৭৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে, ১০০ জন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এবং ২২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বেশিরভাগ শিক্ষার্থীর মাথায় আঘাত লেগেছে, তবে অনেকের পিঠ, বুক ও হাতেও জখম রয়েছে। চমেক হাসপাতালে আহতরা ২৫, ২৬, ২৭ ও ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি আছেন।