বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৮, ২ সেপ্টেম্বর ২০২৫

চবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি; ১৪৪ ধারার মেয়াদ বাড়লো

চবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি; ১৪৪ ধারার মেয়াদ বাড়লো
ছবি: সদ্য সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর (জোবরা) মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনায় জরুরি এদিকে এ ঘটনা জারি হওয়া ১৪৪ ধারা চলছে। ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বিকাল ৩টায় এ সিন্ডিকেট অনুষ্ঠিত হবে। এদিকে নিরাপত্তার স্বার্থে এখনো পর্যন্ত চলমান রয়েছে ১৪৪ ধারা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জরুরি সিন্ডিকেটের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। 

এছাড়া গতকাল সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত সম্প্রীতি কমিটির সভায় বিষয়টি জানান উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

আজ রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা চলমান থাকবে। তবে, প্রশাসন ও ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে এ ঘটনার একটি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখার দাবি জানানো হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকায় বাসায় দেরি করে ফেরা নিয়ে দারোয়ান ও এক ছাত্রীর মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে ওই ছাত্রীকে থাপ্পড় মারার অভিযোগ উঠে দারোয়ানের বিরুদ্ধে। তবে, জানা যায়, শুরুতে রাগান্বিত হয়ে ওই ছাত্রী আগে দারোয়ানকে থাপ্পড় মারায় তিনি তাকে মারধর করেন। পরে ওই শিক্ষার্থী তার কিছু ছেলে বন্ধুদের ডাকলে তারা দারোয়ানকে আটকানোর চেষ্টা করলে সে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে আরও শিক্ষার্থী সেখানে জড়ো হন। এক পর্যায়ে শিক্ষার্থীরা তাঁকে ধাওয়া করলে স্থানীয়রা একত্র হয়ে ইট–পাটকেল মারা শুরু করেন। তখন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

সর্বশেষ