কুকসু গঠনতন্ত্রের খসড়া প্রকাশ; কেন্দ্রীয় সংসদে ২১ ও হল সংসদে ১১ পদ
প্রকাশিত খসড়া অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে মোট পদ রয়েছে ২১টি। এর মধ্যে সভাপতি ও কোষাধ্যক্ষ পদ ছাড়া বাকি ১৯টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী পদগুলো হলো-সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রবিষয়ক সম্পাদক, শিক্ষা ও গবেষণা সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, ক্রীড়া সম্পাদক, পরিবহন সম্পাদক, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক, ছাত্রী কল্যাণ সম্পাদক (ছাত্রীদের জন্য সংরক্ষিত), পাঠাগার ও সেমিনার সম্পাদক এবং চারজন নির্বাহী সদস্য।