ইরাক ধ্বংসের অন্যতম হোতা সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন
গণবিধ্বংসী অস্ত্র (ডব্লিউএমডি) থাকার মিথ্যা অভিযোগে সাদ্দাম হোসেনের সরকার পতন ও ইরাক ধ্বংসের অন্যতম নেপথ্য কারিগর সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। চেনির পরিবার এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ডিক চেনি ছিলেন যুক্তরাষ্ট্রের রাজনীতির এক প্রভাবশালী ও বিতর্কিত ব্যক্তি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ, কংগ্রেস সদস্য, প্রতিরক্ষামন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।