নেইমারের জয়সূচক গোলে সান্তোসের চমক

ব্রাজিলের সেরি আ লিগে ফিরেই আলো ছড়ালেন নেইমার জুনিয়র। বুধবার রাতে ঘরের মাঠে শক্তিশালী ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে সান্তোস, আর সেই একমাত্র জয়সূচক গোলটি এসেছে নেইমারের পা থেকেই।
ম্যাচের ৮৪তম মিনিটে গিলহারমের পাস পেয়ে দারুণ একটি টার্ন নিয়ে বল জালে পাঠান সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা নেইমার। দীর্ঘ ইনজুরি কাটিয়ে এটি ছিল তার তৃতীয়বারের মতো শুরুর একাদশে নামা।
ম্যাচ শেষে নেইমার বলেন, ‘প্রতিটি ম্যাচেই আমি পুরো ৯০ মিনিট খেলতে চাই। ফিটনেস ফিরে পেতে সময় লাগবে, নিয়মিত খেলা ও অনুশীলন দরকার।’
গত বছরের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সময় বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় মাঠের বাইরে ছিলেন প্রায় এক বছরের বেশি। সেই চোট থেকে ফেরার পর নেইমার আরও বলেন, ‘আমার শরীর এখনো নতুন করে সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই ইনজুরি কাটিয়ে ওঠা মোটেও সহজ নয়। তবে আমি খুশি যে এখন আক্রমণ ও রক্ষণ—দুই দিকেই অবদান রাখতে পারছি। এখনো শতভাগ ফিট না হলেও প্রতিনিয়ত উন্নতি করছি।’
এই জয়ে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সান্তোস উঠে এসেছে লিগ টেবিলের ১৩তম স্থানে। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ফ্ল্যামেঙ্গো।
প্রতিপক্ষকে প্রশংসা করেও নেইমার জানালেন নিজের দলের প্রতি আস্থা। তার ভাষায়, ‘ফ্ল্যামেঙ্গো এই লিগের সেরা দল বলে আমি মনে করি। তারা দারুণ রক্ষণ ও আক্রমণ গড়ে তুলেছে, খেলোয়াড়দের মানও অনেক উঁচু। কিন্তু আজ আমরা দেখিয়েছি, টেবিলে আমাদের অবস্থান যা-ই হোক, আমরা তার চেয়ে ভালো দল।’