বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য স্পোর্টস

প্রকাশিত: ১২:৪৭, ১০ জুলাই ২০২৫

আপডেট: ১২:৪৭, ১০ জুলাই ২০২৫

এমএলএসে রেকর্ড গড়লেন মেসি

এমএলএসে রেকর্ড গড়লেন মেসি

মেজর লিগ সকারে (এমএলএস) আবারও লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্য দেখল ফুটবল বিশ্ব। বৃহস্পতিবার রাতে নিউ ইংল্যান্ড রেভলুশনের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ ব্যবধানে জয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। সেই সঙ্গে গড়েছেন এমএলএস ইতিহাসে নতুন এক রেকর্ড-টানা চার ম্যাচে একাধিক গোল করা প্রথম খেলোয়াড় এখন মেসি।

ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে ম্যাচের ২৭তম মিনিটে প্রতিপক্ষের দুর্বল ক্লিয়ারেন্স কাজে লাগিয়ে বাঁ পায়ের শটে প্রথম গোলটি করেন মেসি। ১১ মিনিট পর, ৩৮তম মিনিটে সার্জিও বুসকেটসের দুর্দান্ত লং পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

এই চার ম্যাচে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে। চলতি মৌসুমে ১৫ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১৪। এমএলএস গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। শীর্ষে থাকা ন্যাশভিলের স্যাম সারিজের চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে আছেন, যদিও সারিজ মেসির চেয়ে ছয়টি ম্যাচ বেশি খেলেছেন।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ ও মেসির সাবেক জাতীয় দল সতীর্থ হাভিয়ের মাসচেরানো মেসির প্রশংসায় ভাসিয়ে বলেন, ‘আমি সব সময় বলি, লিও একজন বিশেষ খেলোয়াড়। আমার মতে, ফুটবল ইতিহাসের সেরা। এই বয়সেও যেভাবে মাঠে পারফর্ম করছে, তা অবিশ্বাস্য। আমরা সত্যিই সৌভাগ্যবান, তাকে আমাদের দলে পেয়েছি।’