বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২০:২৫, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:২৫, ২০ সেপ্টেম্বর ২০২৫

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
ছবি: সংগৃহীত

এই পর্বে লিটন দাসদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।

শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে ২ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।  নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন পরিবর্তে একাদশে ফিরেছেন শেখ মেহেদী ও শরিফুল ইসলাম। শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই। 

আগে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে লিটন বলেন, ‘এখানে প্রথম পর্বের খেলায় দেখেছি, পরে ব‍্যাট করা দল জিতেছে। আমরা খুবই রোমাঞ্চিত। দলের সবাই খুব ভালো করছে।’

এদিকে শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা বললেন, টস জিতে তিনিও ফিল্ডিংই নিতেন। তিনি বলেন, ‘দেখে উইকেট শুষ্ক মনে হচ্ছে। এটা ব‍্যবহৃত পিচ। তাই আমরা আগে ব‍্যাট করছি, এটা কোনো ব‍্যাপার নয়। দলে অনেক তরুণ খেলোয়াড় এসেছে এবং তারা পারফরম করছে।’

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথা আশালঙ্কা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা, দুনিথ ভেল্লালাগে।  

সর্বশেষ