বাঁচা মরার লড়াইয়ে আজ মাঠে নামছে টাইগাররা!

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশের এশিয়া কাপে সুপার ফোরের ভাগ্য নির্ধারণের লড়াই হবে এই ম্যাচজুড়ে।
নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে দারুণ সূচনা করলেও শ্রীলঙ্কার কাছে হেরে জটিল সমীকরণে পড়েছে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে বাঁচতে হলে আজ জিততেই হবে, হারলেই বিদায়। অন্যদিকে আফগানিস্তান আত্মবিশ্বাসী রশিদ-নবী-নুর আহমদদের স্পিন আক্রমণ নিয়ে।
বাংলাদেশের জন্য শ্রীলঙ্কা ম্যাচে মিডল অর্ডারে জাকের আলী ও শামীম পাটোয়ারীর জুটি কিছুটা আশা দেখালেও দলের শুরুর ব্যাটিং ধস আর বোলিং ব্যর্থতা কাটিয়ে উঠতে হবে আজই। স্পিন কোচ মুশতাক আহমেদ বিশ্বাস করেন, ১৬০-১৭০ রান তুলতে পারলেই ম্যাচ জেতা সম্ভব।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড বলছে, ১২ মুখোমুখিতে টাইগারদের জয় ৫টি, হারের সংখ্যা ৭। এশিয়া কাপে হিসাবটাও আফগানদের পক্ষে (৫ ম্যাচে বাংলাদেশ ২ জয়, আফগানিস্তান ৩ জয়)।
তবু হাল ছাড়তে নারাজ অধিনায়ক লিটন দাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচটাই তাদের টুর্নামেন্টের টার্নিং পয়েন্ট হতে হবে। তিনি বলেন, 'আমরা জানি এটা আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ। আমরা ঘুরে দাঁড়াতে সেরাটা দেব।'