নেপাল ম্যাচে নেই হামজা-শমিত

আগামী সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে এই ম্যাচগুলোতে থাকছেন না ইংল্যান্ডের লেস্টার সিটি মিডফিল্ডার হামজা চৌধুরী এবং কানাডার কাভালরি সিটির ফুটবলার শমিত শোম। জাতীয় দল কমিটির সর্বশেষ সভায় তাদের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত হয়েছে।
ছক অনুযায়ী, ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমাণ্ডুতে হবে ম্যাচ দুটি, যা মূলত অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের হংকং ম্যাচের প্রস্তুতি হিসেবে ধরা হয়েছে।
জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন জানিয়েছেন, হামজা লেস্টার সিটির সঙ্গে প্রাক-মৌসুম ক্যাম্পে থাকায় এবং শমিত সেপ্টেম্বরেই ক্লাব লিগে ব্যস্ত থাকায় তারা কেউই জাতীয় দলে যোগ দিতে পারছেন না। এ সফরে দলের ম্যানেজারের দায়িত্বে থাকবেন আমের খান।
এদিকে, জাতীয় দলের অনূর্ধ্ব-২৩ দলের কোচ নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে। আগের সভায় এক সপ্তাহের মধ্যে কোচ চূড়ান্ত করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। জানা গেছে, মারুফুল হক, জুলফিকার মাহমুদ ও মাসুদ কায়সার দায়িত্ব নিতে আগ্রহ দেখাননি। এই অবস্থায় বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু নিজেই ক্যাম্প শুরু করতে পারেন বলে আলোচনা চলছে।
সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়া তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম এবং জাতীয় দলে খেলার অপেক্ষায় থাকা কিউবান বংশোদ্ভূত মিচেল অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে ডাক পাচ্ছেন—এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় দল কমিটি।
প্রবাসী ফুটবলারদের কেউই সিনিয়র দলে না থাকায় এবারের নেপাল সফরে বাংলাদেশ জাতীয় দল থাকবে পুরোপুরি দেশীয় খেলোয়াড়দের নিয়ে। তবে জাতীয় দলের ক্যাম্প কবে থেকে শুরু হবে এবং অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতি কবে থেকে—সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাফুফে।
এদিকে, জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা এর আগে এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্বে থাকলেও এবার জাতীয় ও যুব দলের খেলা একসঙ্গে হওয়ায় বাফুফে নতুন কোচ নিয়োগে তৎপর।