বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১২:৫৯, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বায়ুদূষণে শীর্ষে মিশরের কায়রো

বায়ুদূষণে শীর্ষে মিশরের কায়রো
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিশরের কায়রো। অপরদিকে রাজধানী ঢাকার অবস্থার উন্নতি হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, কায়রোর একিউআই স্কোর ছিল ১৬৩, যা ‘অস্বাস্থ্যকর’ স্তরে পরছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে পাকিস্তানের লাহোর (১৫৭) এবং কঙ্গোর কিনশাসা (১৫১)। চীনের সাংহাই ও ভারতের দিল্লি চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।

ঢাকা রয়েছে ৩২তম স্থানে। বাংলাদেশের স্কোর মাত্র ৬২, যা ‘মাঝারি’ বা তুলনামূলক ভালো স্তরে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার দূষণের মূল উৎস অতিক্ষুদ্র বস্তুকণা, যা দীর্ঘমেয়াদে শ্বাসতন্ত্র, হৃদ্‌রোগ ও ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

আইকিউএয়ার মানদণ্ড অনুযায়ী, স্কোর ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ