বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

|৩ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আহ্বান জামায়াতের
আরও ৫৮৬টি মামলার মুখোমুখি হবে শেখ হাসিনা!
পাকিস্তানের নির্দেশে হাসিনার মৃত্যুদণ্ড: শুভেন্দু অধিকারী
হাসিনার রায়ের পর মীর কাসেম আলীর মেয়ের দীর্ঘ স্ট্যাটাস
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে সমর্থন জাতিসংঘের, প্রত্যাখ্যান হামাসের
স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং: ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলা সিআইডির
শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ, মামুনের ৫ বছর কারাদণ্ড
শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা জানাল ভারত
মৃত্যুদণ্ডের রায়কে ঐতিহাসিক বলল অন্তর্বর্তী সরকার, জনগণকে শান্ত থাকার আহ্বান
শেখ হাসিনার মৃত্যুদণ্ড: বিশ্বমিডিয়ায় আলোচনার ঝড়
গ্রেফতারের দিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
ডিজেলভর্তি ট্যাংকারের সঙ্গে ওমরাহযাত্রী বহনকারী বাসের সংঘর্ষ, নিহত ৪২
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২২, ৭ অক্টোবর ২০২৫

সাইবার নিরাপত্তায় দেশজুড়ে কাজ করছেন তরুণ উদ্যোক্তা শাকিল চৌধুরী

সাইবার নিরাপত্তায় দেশজুড়ে কাজ করছেন তরুণ উদ্যোক্তা শাকিল চৌধুরী
ছবি: সদ্য সংবাদ

আধুনিক বিশ্বে প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে বেড়েছে সাইবার অপরাধও। ব্যক্তিগত তথ্য, আর্থিক লেনদেন, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তাও এখন ঝুঁকির মুখে। এই প্রেক্ষাপটে বাংলাদেশে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তরুণ উদ্যোক্তা শাকিল চৌধুরী ও তার প্রতিষ্ঠান ‘সাইবার ক্রাইম বাংলাদেশ’।

কক্সবাজারের এই তরুণ ২০১৭ সালে কক্সবাজার সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তথ্যপ্রযুক্তির প্রতি গভীর আগ্রহ থেকেই তিনি প্রতিষ্ঠা করেন ‘সাইবার ক্রাইম বাংলাদেশ’ নামে একটি সাইবার নিরাপত্তা বিষয়ক আইটি সংস্থা। প্রতিষ্ঠার পর থেকেই দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাইবার সহায়তা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

শাকিল চৌধুরী জানান, তার প্রতিষ্ঠান ফেসবুক আইডি ও পেজ রিকভার, ব্লু ভেরিফিকেশন, ওয়েবসাইট সিকিউরিটি এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া নিরাপত্তা সংক্রান্ত সমস্যায় দেশজুড়ে কাজ করছে। এমনকি বিশ্বের বিভিন্ন দেশের আইটি বিশেষজ্ঞদের সঙ্গে যুক্ত হয়ে তিনি একাধিক আন্তর্জাতিক প্রকল্পেও কাজ করছেন।

২০২০ সাল থেকে ‘সাইবার ক্রাইম বাংলাদেশ’-এর স্বত্বাধিকারী হিসেবে কাজ করে আসছেন শাকিল চৌধুরী। বর্তমানে তার নেতৃত্বে দেশ ও দেশের বাইরে অবস্থানরত শতাধিক তরুণ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ একযোগে কাজ করছেন দেশের সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশের একাধিক সাইবার মামলায় সহায়তা করেছে তার দল।

শাকিল চৌধুরী বলেন, 'আমি ও আমার টিম দেশের জন্য কাজ করছি। বাংলাদেশ পুলিশের বিভিন্ন মামলায় আমরা প্রযুক্তিগত সহায়তা দিয়েছি। ভবিষ্যতে আমি চাই দেশের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট নিরাপত্তা বিষয়ে বিনামূল্যে সচেতনতামূলক সেমিনার আয়োজন করতে।'

তিনি আরও বলেন, 'আমরা চাই সরকারের পাশে থেকে একসঙ্গে কাজ করতে। রাষ্ট্রীয় সহযোগিতা পেলে দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।'

দেশের তরুণ প্রজন্মকে সাইবার সচেতন করে তুলতে ও নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শাকিল চৌধুরী ও তার টিমের এই উদ্যোগ ইতিমধ্যেই সাড়া ফেলেছে প্রযুক্তি মহলে।