জমকালো আয়োজনে উন্মোচিত ভিভো ভি৬০ লাইট: এক ছবিতেই চার ঋতুর জাদু
দেশের স্মার্টফোনপ্রেমীদের জন্য নতুন এক অভিজ্ঞতা নিয়ে এসেছে ভিভো। থার্ড জেনারেশন এআই অরা লাইটের সাথে পারফেক্ট ইমেজ স্টুডিও হিসেবে ব্র্যান্ডটির ভি সিরিজের নতুন সংযোজন ভিভো ভি৬০ লাইট। 'এক ছবিতেই চার ঋতুর জাদু' স্লোগানকে সামনে রেখে উন্মোচিত ফোনটি ইমেজ কোয়ালিটি, ডিজাইন ও পারফরম্যান্সের দিক থেকে নতুন মানদণ্ড তৈরি করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার (৫ অক্টোবর) রাজধানীতে আয়োজিত লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী তাহসান, বিভিন্ন টেক রিভিউয়ার, ইনফ্লুয়েন্সার ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। রবিবার থেকেই সারাদেশে ভিভো শো-রুম ও আউটলেটে পাওয়া যাচ্ছে নতুন এই স্মার্টফোন।
এবারের ফোনটিতে যুক্ত করা হয়েছে তৃতীয় প্রজন্মের এআই অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তি, যা চলার পথে ছবি তুলতে দেয় দ্বিগুণ উজ্জ্বলতা এবং সাধারণ ফ্ল্যাশের তুলনায় ৭৩ গুণ বেশি নরম আলো। এতে রয়েছে সনি আইএমএক্স৮৮২ সেন্সরের ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ভিভোর উন্নত এআই মাস্টার অ্যালগরিদম, যা প্রতিটি ছবিকে করে তোলে নিখুঁত ও নয়েজমুক্ত। পাশাপাশি আছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, উভয় ক্যামেরাতেই ৪কে ভিডিও রেকর্ডিং সুবিধা।
ভিভো ভি৬০ লাইটের এআই ইমেজ স্টুডিও ব্যবহারকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা নিয়ে এসেছে। এর এআই ফোর সিজন পোর্ট্রেট মোড ছবিতে নিয়ে আসে গ্রীষ্ম, শীত, শরৎ ও বসন্তের আবহ। আরও রয়েছে এআই ইরেজ ৩.০ ও এআই এনহ্যান্স ফিচার, যা মুহূর্তেই ছবিকে করে তোলে আরও সুন্দর ও প্রাণবন্ত।
শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করতে ফোনটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর, যা মাল্টিটাস্কিং ও গেমিংকে করে তোলে আরও স্মুথ। ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এবং ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি দীর্ঘ সময়ের নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করে। পাশাপাশি ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্জ রিফ্রেশ রেট দিচ্ছে ফ্ল্যাগশিপ মানের ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
অনুষ্ঠানে বক্তব্যে ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মি. ডেভিড লি বলেন, 'বাংলাদেশে ভিভো ভি৬০ লাইট উন্মোচন করতে পেরে আমরা গর্বিত। শক্তিশালী ফিচার, আভিজাত্যপূর্ণ ডিজাইন ও উন্নত ক্যামেরা প্রযুক্তির সমন্বয়ে এই ফোন আমাদের প্রিমিয়াম ইনোভেশনকে সবার নাগালে এনেছে।'
ভিভো বাংলাদেশের কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ বলেন, 'গ্রাহকদের জীবনধারা ও প্রয়োজনকে কেন্দ্র করে আমরা সবসময় নতুন কিছু আনার চেষ্টা করি। ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে ভিভো ভি৬০ লাইট গ্রাহকদের ক্যামেরা, ডিজাইন ও পারফরম্যান্সে এক অসাধারণ অভিজ্ঞতা দেবে বলে আমরা বিশ্বাস করি।'
মাত্র ৭.৫৯ মিমি আল্ট্রা-স্লিম ডিজাইন এবং টাইটেনিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক—এই দুই রঙে পাওয়া যাবে ফোনটি। ভিভো ভি৬০ লাইটের ৫জি সংস্করণের (১২ জিবি র্যাম, ২৫৬ জিবি রম) মূল্য রাখা হয়েছে ৪৩,৯৯৯ টাকা, আর ৪জি সংস্করণে (৮ জিবি র্যাম, ২৫৬ জিবি রম) দাম ৩৪,৯৯৯ টাকা। ক্রেতাদের জন্য রয়েছে ২,৫০০ টাকার সমমূল্যের গিফট প্যাক জেতার সুযোগ।



























