শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৭, ৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:৪৮, ৬ নভেম্বর ২০২৫

অবশেষে ফেসবুকেও আসছে ‘ডিসলাইক’ বাটন

অবশেষে ফেসবুকেও আসছে ‘ডিসলাইক’ বাটন
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বহুল আলোচিত ‘ডিসলাইক’ বাটন ফিচারটি যুক্ত করতে যাচ্ছে ফেসবুক। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমে এখন থেকে ব্যবহারকারীরা মন্তব্যে অপছন্দ বা অসম্মতি জানাতে পারবেন এক ট্যাপেই।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ফিচারটি আপাতত কেবল মোবাইল অ্যাপে সীমিতভাবে চালু করা হয়েছে। তবে সব ব্যবহারকারীর কাছে এখনো ফিচারটি পৌঁছায়নি। ব্যবহারকারীরা চাইলে অ্যাপটি আপডেট করে ফিচারটি চালু হয়েছে কি না তা যাচাই করতে পারবেন।

প্রথমদিকে, ফেসবুকে নিচের দিকে তীরচিহ্নসহ ‘Annoying’ নামে একটি বোতাম পরীক্ষামূলকভাবে যুক্ত করা হয়েছিল। কিন্তু সম্প্রতি সেটির পরিবর্তে সরাসরি ‘Dislike’ আইকন যুক্ত করা হয়েছে। যদিও এখনো মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছ। পরবর্তীতে ধীরে ধীরে বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হতে পারে।

এতদিন পর্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া রাখতেই ফেসবুক ‘লাইক’, ‘লাভ’, ‘কেয়ার’ ইমোজির মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে নতুন এই ফিচার ইঙ্গিত দিচ্ছে, মেটা এবার হয়তো ব্যবহারকারীদের মতপ্রকাশের ধরনে নতুন দিগন্ত খুলতে যাচ্ছে।

সদ্য সংবাদ/এমটি