বাংলালিংক-গ্রীন ডেল্টা চালু করল আগুন-বজ্রপাত সুরক্ষা বান্ডেল

দেশের টেলিকম খাতে প্রথমবারের মতো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য আগুন ও বজ্রপাতজনিত দুর্ঘটনা সুরক্ষা বীমা বান্ডেল এনেছে বাংলালিংক ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক ও বৃহত্তম বেসরকারি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি’র যৌথ এ উদ্যোগ বাংলাদেশের টেলিকম খাতে সমন্বিত আর্থিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক।
নতুন এ বান্ডেলে একসাথে রয়েছে বাংলালিংকের ভয়েস ও ডেটা সুবিধা এবং আগুন ও বজ্রপাতজনিত ক্ষতির জন্য বীমা সুরক্ষা। ফলে, সহজলভ্য ও সাশ্রয়ী এ বান্ডেলের মাধ্যমে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা একইসাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ সুবিধা ও আর্থিক সুরক্ষা উপভোগ করবেন। সম্প্রতি, রাজধানীতে বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগার্স ডেন’ -এ এক অনুষ্ঠানে এ সেবার সূচনা করা হয়।
অনুষ্ঠানে বাংলালিংকের বিটুবি মার্কেটিং ও নিউ বিজনেস ডিরেক্টর মুহাম্মদ আবদুল হাই বলেন, ‘বর্তমান সময়ে ব্যবসার জন্য কানেক্টেড থাকা যেমন জরুরি, তেমনি সুরক্ষিত থাকাও সমানভাবে প্রয়োজনীয়। গ্রীন ডেল্টার সঙ্গে এই অংশীদারিত্ব উদ্যোক্তাদের অগ্নিকাণ্ড বা বজ্রপাতের মত দুর্ঘটনার ঝুঁকি থেকে সুরক্ষা দেবে, পাশাপাশি তাদের গ্রাহক ও ব্যবসায়ী কমিউনিটির সঙ্গে যোগাযোগও নিশ্চিত করবে। আমাদের লক্ষ্য হচ্ছে ডিও১৪৪০ কৌশলের মাধ্যমে তরুণ প্রজন্মসহ সকল গ্রাহক ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রতিদিনের প্রতি মুহুর্তে নতুন নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখা। একইসাথে আমরা গ্রাহকদের জন্য সুরক্ষা নিশ্চিত করতে চাই; কেননা তারাই আমাদের প্রথম অগ্রাধিকার।’
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ বলেন, ‘টেলিযোগাযোগ খাতে প্রথমবারের মত এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হল, যেখানে ক্ষুদ্র ব্যবসায়ী বা উদ্যোক্তারা আগুন ও বজ্রপাতজনিত দুর্ঘটনা থেকে বীমা সুরক্ষা পাবেন। আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্ব আর্থিকভাবে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
দেশজুড়ে বাংলালিংকের এসএমই গ্রাহকেরা এখন থেকে এই নতুন বান্ডল ব্যবহার করতে পারবেন। *১২১*৬৭৫১# ডায়াল করে অথবা মাইবিএল সুপার অ্যাপ ব্যবহার করে কিংবাবা রিচার্জের মাধ্যমে এটি বান্ডেলটি চালু করা যাবে।
নতুন এ সেবা চালুর মাধ্যমে দেশের মানুষের জন্য যোগাযোগ প্রযুক্তি ও আর্থিক সুরক্ষা দেয়ার ক্ষেত্রে শক্তিশালী ইকোসিস্টেম তৈরিতে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল বাংলালিংক ও গ্রীন ডেল্টা।
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর প্রধান নির্বাহী ইওহান বুসে, ডেপুটি সিইও জহরত আদিব চৌধুরী, চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া, ডেপুটি ডিরেক্টর ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রাশেদা সুলতানা, হেড অব বিটুবি প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং রাফি ই মাহবুব, সিনিয়র ম্যানেজার (এসএমই প্রোডাক্ট) মুহাম্মদ মুইদ হাসনাত এবং ম্যানেজার (বি-টু-বি অ্যানালিটিক্স অ্যান্ড সিভিএম) শেখ ইশতিয়াক শহিদ।
অনুষ্ঠানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ডিজিটাল বিজনেস) ফয়সাল আবদুল্লাহ আল কামাল, ডেপুটি ম্যানেজার (ডিজিটাল প্রোডাক্ট) মো. মোমিনুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজার (ক্যাম্পেইন অ্যান্ড পার্টনারশিপ) ফাবিহা পারভীন