শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫০, ১৩ আগস্ট ২০২৫

বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক বন্ধন নতুন উদ্যম সৃষ্টি করবে: সংস্কৃতি উপদেষ্টা

বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক বন্ধন নতুন উদ্যম সৃষ্টি করবে: সংস্কৃতি উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক বন্ধন দুই দেশের সম্পর্কে নতুন উদ্যম সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (১৩ আগস্ট) ঢাকার চায়না দুতাবাসে ড্রোন প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান ও প্রেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “ড্রোন গল্প বলার নতুন মাধ্যম—যেখানে টেকনোলজি ও আর্টের ফিউশন ঘটেছে। এটি এখন ন্যারেটিভ নির্মাণের শক্তিশালী উপায় হয়ে উঠছে।” সাম্প্রতিক সময়ে চীনের সহায়তায় বাংলাদেশে প্রদর্শিত ৬টি ড্রোনশো তরুণদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে বলেও তিনি উল্লেখ করেন।

সংস্কৃতি উপদেষ্টার উদ্যোগেই ড্রোন প্রশিক্ষণের এই আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা চীনের সাংহাই ও গুয়াংজুতে মাসব্যাপী প্রশিক্ষণ নেবেন, যার সব খরচ বহন করবে চীন।

তিনি আরও জানান, চিত্রকর্ম সংরক্ষণে প্রশিক্ষণের জন্য ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল শিগগিরই চীন যাবে এবং তারা দেশে ফিরে অনুরূপ প্রশিক্ষণ প্রদান করবে। এছাড়া মিউজিয়াম উন্নয়নের ক্ষেত্রেও আলাদা একটি দল চীন সফর করবে।

উপদেষ্টা আশা প্রকাশ করেন, ট্র্যাডিশনাল মিডিয়া, নিউ মিডিয়া এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে নতুন দ্বার উন্মোচিত হবে।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে পরিপূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ