গ্রামীণ গ্রাহকদের জন্য স্টারলিংকের বড় ছাড়, ফ্রি ডিশ!

নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে বড় ছাড় দিয়েছে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলে ‘রেসিডেনসিয়াল’ প্ল্যানের মাসিক মূল্য ১২০ ডলার থেকে কমিয়ে ৯৯ ডলার করা হয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা ১৫০ থেকে ২৫০ এমবিপিএস গতি পাবেন।
এছাড়া, ‘রেসিডেনসিয়াল লাইট’ প্ল্যানের (গতি ৪০–১৩৫ এমবিপিএস) দাম ১৫ ডলার কমিয়ে ৬৫ ডলার নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে স্যাটেলাইট ডিশের দামও ৩৪৯ ডলার থেকে অর্ধেকে, অর্থাৎ ১৭৫ ডলারে নামিয়ে আনা হয়েছে।
বিশেষ অফারের আওতায় যুক্তরাষ্ট্রের ২৬টি অঙ্গরাজ্যে গ্রাহকরা এক বছরের চুক্তিতে স্টারলিংকের ডিশ বিনামূল্যে পাচ্ছেন। তবে এসব ছাড় শুধুমাত্র সেই এলাকাগুলোর জন্য, যেখানে স্টারলিংকের ব্যান্ডউইথ অতিরিক্ত রয়েছে।
যেমন, সিয়াটলের মতো উচ্চচাহিদার শহরগুলোতে নতুন গ্রাহকদের অতিরিক্ত ১ হাজার ডলার পর্যন্ত ফি গুনতে হতে পারে। স্টারলিংক জানায়, এই ছাড় মূলত কম জনবসতিপূর্ণ বা গ্রামীণ এলাকায় প্রযোজ্য—যেখানে এর আগেও তারা বিনামূল্যে ডিশ দেওয়ার অফার চালু করেছিল।
পেন স্টেট ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে, প্রতি বর্গমাইলে সর্বোচ্চ ৬.৬৬টি পরিবার স্টারলিংক ব্যবহার করলে ন্যূনতম ব্রডব্যান্ড স্পিড বজায় থাকে। এর বেশি হলে গতি কমে যেতে পারে।
প্রযুক্তি সাইট পিসিম্যাগ জানিয়েছে, এই মূল্যছাড় কেবল প্রথম ১২ মাসের জন্য কার্যকর। এক বছর পর নিয়মিত মূল্যে ফিরতে হবে। স্টারলিংকের ওয়েবসাইটে বলা হয়েছে, স্যাটেলাইট কিট অ্যাকটিভেশনের দিন থেকেই প্রোমোশনাল সময় গণনা শুরু হবে।
এছাড়া একাধিক প্রতিবেশী মিলে ‘কমিউনিটি ডিল’-এর আওতায় সেবা নিলে খরচ আরও কমানো সম্ভব বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।