বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২০:০৯, ১১ জুলাই ২০২৫

আপডেট: ২০:০৯, ১১ জুলাই ২০২৫

জুলুমের সংস্কৃতি আওয়ামী লীগ এনেছিল, বিএনপি তা চালিয়ে যাচ্ছে: ঢাবি শিবির সেক্রেটারি

জুলুমের সংস্কৃতি আওয়ামী লীগ এনেছিল, বিএনপি তা চালিয়ে যাচ্ছে: ঢাবি শিবির সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেছেন, ‘জুলুমের সংস্কৃতি আওয়ামী লীগ শুরু করেছিল, বিএনপি এখন সেটাই চালিয়ে যাচ্ছে।’

শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি রাজধানীর মিটফোর্ড রোডে যুবদল নেতাকর্মীদের হাতে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন।

মহিউদ্দিন খান লেখেন, ‘সর্বশেষ ২৮ অক্টোবরে শহীদ জসিমের ওপর প্রকাশ্যে এমন নৃশংসতা চালাতে দেখেছিলাম। তারপর দেখেছি বিশ্বজিৎ হত্যাকাণ্ড। এই জুলুমের সংস্কৃতি আওয়ামী লীগ এনেছিল, বিএনপি সেটাই চালিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মিটফোর্ডের ঘটনাটা কিন্তু আজকের না, গত পরশুর। মিডিয়া যেভাবে এই ঘটনা কভার করেছে, তাতে মনে হয়েছিল এটা ‘সাধারণ আধিপত্য বিস্তারের’ একটা ব্যাপার। গতকাল যুগান্তরের একটি রিপোর্টে যুবদল নেতা মঈনের সংশ্লিষ্টতা উঠে আসে।’

ঢাবি শিবির নেতা মনে করেন, ‘আজকের প্রতিক্রিয়াগুলো আসছে মূলত ভিডিওটা ছড়িয়ে পড়ার কারণে। ভিডিওটা না এলে হয়তো এটাও অন্যান্য হত্যাকাণ্ডের মতো চুপচাপ থেকে যেত।’

তিনি লিখেছেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে দেশকে এমন জায়গায় এনেছে, যেখানে চাঁদাবাজি বা দলীয় কোন্দলে কাউকে মেরে ফেলা খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই স্বাভাবিকতাকে মেনে নেওয়াই আমাদের সবচেয়ে বড় পরাজয়।’