শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২০:১২, ১৮ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:২১, ১৮ অক্টোবর ২০২৫

বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটনার স্বচ্ছ তদন্তের আহ্বান তারেক রহমানের

বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটনার স্বচ্ছ তদন্তের আহ্বান তারেক রহমানের

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৮ অক্টোবর) রাতের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি অগ্নিকাণ্ডের বিষয়ে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান। তারেক রহমান বলেন, ‘ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার দোয়া রইল এবং আশা করি সবাই নিরাপদে আছেন।’

তিনি ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রশংসা করেন, যারা জনসেবার প্রতি সত্যিকারের নিষ্ঠা প্রদর্শন করে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

তারেক রহমান মিরপুর এবং চট্টগ্রাম ইপিজেডের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের কথাও উল্লেখ করে বলেন, ‘সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ঘটনার কারণ নির্ধারণ এবং ভবিষ্যতের জননিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত অপরিহার্য।’

উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ