বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২০:২০, ৭ জুলাই ২০২৫

আপডেট: ২০:২১, ৭ জুলাই ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১২ নেতাকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১২ নেতাকে অব্যাহতি

দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১২ জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

সোমবার (৭ জুলাই) বিকেলে সংগঠনের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন—শহীদুল আলম মামুন, জুনায়েদ আলম বাগদাদ, আকিউজ্জামান কোয়েল, আলম বাদশা, মো. জোবায়ের আলম চৌধুরী, ফাহিম আহমেদ, সালেহ মাহমুদ, মো. নাজমুল ইসলাম, রায়হান হোসেন, সিফাত উল ইসলাম, আব্দুল্লাহ রায়হান এবং মাশফিক আলম ভূঁইয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, উক্ত নেতাদের সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার কারণে এই অব্যাহতি দেওয়া হয়েছে।