বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৪:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:৪৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান!

নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান!
ছবি: সংগৃহীত

নভেম্বরে দেশে ফিরতে পারেন  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী মাসে সপরিবারে পবিত্র ওমরাহ পালন শেষে নভেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন লন্ডনে তারেক রহমানের কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি।

জানা গেছে, তারেক রহমান তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে আগামী ২০ অক্টোবর সৌদি আরব যাবেন।

ওমরাহ পালন শেষে লন্ডনে ফিরে সবকিছু ঠিক থাকলে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে তিনি দেশে ফিরতে পরিকল্পনা করছেন বলেও ইঙ্গিত মিলেছে।

এর আগে, তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। তখন খালেদা জিয়া তার সঙ্গে ছিলেন। এর আগে ২০১৪ সালেও তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেছিলেন।

 

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ