বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৪:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:০১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরে গণ অধিকার পরিষদ নেতা আব্দুর রহমানের ওপর হামলা

গাজীপুরে গণ অধিকার পরিষদ নেতা আব্দুর রহমানের ওপর হামলা
ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় আব্দুর রহমানের ওপর এই হামলা হয়।

শ্রমিক অধিকার পরিষদ গাজীপুর মহানগর সভাপতি মাজেদুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  হামলায় আব্দুর রহমানের পায়ের একটি নখ উঠে গেছে।  পায়ের আঙুল থেঁতলে গেছে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

মাজেদুর রশীদ আরো জানান, গণ অধিকার পরিষদ থেকে মনোনীত  গাজীপুর ৬ আসনের এমপি প্রার্থী আব্দুর রহমান রবিবার  রাতে বাসায় ফিরছিলেন। পথে বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্বৃত্তরা তাঁকে অপহরণের চেষ্টা চালায়। জোর করে তাঁকে একটি মাইক্রোবাসে ওঠানোর চেষ্টা করা হয়। তিনি গাড়িতে উঠতে না চাইলে তাঁকে টেনেহিচড়ে অনেক দূর নিয়ে যায় দুর্বৃত্তরা। এক পর্যায়ে পুলিশের টহল গাড়ি দেখে মাইক্রোবাস থেকে  আব্দুর রহমানকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দেয় তারা।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ আহত অবস্থায় গণ অধিকার পরিষদের নেতা আব্দুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এখন পর্যন্ত (সোমবার বেলা ১২টা) থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। 

সদ্য সংবাদ/এসএইচ

সর্বশেষ