বাংলাদেশের জনগণের সঙ্গে সু-সম্পর্ক রেখে এগিয়ে যেতে চায় চীন

আজ (২৫ সেপ্টেম্বর) চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মি. ঝো পিংজিয়ানসহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষ এ চায়না প্রতিনিধি দলের প্রধান জানান, বাংলাদেশের জনগণের সঙ্গে সু-সম্পর্ক ও অংশীদারত্বের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন।
সাক্ষাৎ শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদমাধ্যমকে জানান, ‘চীন বাংলাদেশের সকল প্রতিনিধির সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চায়।’ চীন বাংলাদেশ যৌথ পার্টনারশিপে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করছে বলেও জানান তিনি।
এসময় তিনি বলেন, ‘বিশ্ব নিরাপত্তায় কাজ করবে দুই দেশ। পার্টি টু পার্টি যোগাযোগ মেনে এগিয়ে যেতে চায় দু’দেশ।’ এ সময় সেক্রেটারি জেনারেল জানান, জামায়াত ক্ষমতায় এসে সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার সমতার ভিত্তিতে নিশ্চিত করবে। বৈশ্বিক রাজনীতি নিয়ে আলোচনার কথাও জানান তিনি।
সদ্য সংবাদ/এসএইচ