বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৯:০৩, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫

‘এই সময়’ কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি: মির্জা ফখরুল

‘এই সময়’ কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পত্রিকাটির সঙ্গে কথা বললেও সাক্ষাৎকার দেননি বলে একটি গণমাধ্যমকে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীর ৩০টা আসন চাওয়ার বিষয়ে কোনো কথা বলেননি বলেও তিনি জানিয়েছেন। 

যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে মির্জা ফখরুল বলেন, ‘এই সময়’ কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি। কথা হয়েছে, কিন্ত এ ধরনের কোনো কথাই আমি বলিনি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নিষিদ্ধের প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে ফখরুল বলেন, আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলেছি। সূত্র: মানবজমিন
 

সর্বশেষ