বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৩:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ইউনূস সরকার ব্যর্থ, আওয়ামী লীগের কাজ পুনর্বাসন করছে: রাশেদ খান

ইউনূস সরকার ব্যর্থ, আওয়ামী লীগের কাজ পুনর্বাসন করছে: রাশেদ খান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ উল্লেখ করে এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে, এমনকি ডক্টর মুহাম্মদ ইউনূস হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন বলে মন্তব্য করেন রাশেদ খান।

নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর পর ‘জুলাই সন্ত্রাসী’ স্লোগান দিয়ে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলা ও তার ওপর ডিম নিক্ষেপ করা হয়।

যুক্তরাষ্ট্রে যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে- তা আগেই জানিয়েছিলেন উল্লেখ করে নিজের ফেসবুক পেইজে একটি পোস্টে রাশেদ খান লিখেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ জাতিসংঘ সফরে ৩টা রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রটেকশনের স্বার্থে নিয়ে গেছেন।'

তিনি লিখেন, ‘যখন এই সরকারের কেউ সমালোচনা করা শুরু করেনি, তখন আমি সমালোচনা করি। যে কারণে আমি সরকারের উপদেষ্টাদের বিরাগভাজন হয়েছি, এমনকি সরকার ও সরকার ঘনিষ্ঠ কোনো কোনো মহল থেকে হুমকিও পেয়েছি। আমাদের দলের নেতাকর্মীরা আমাকে নানাভাবে কটাক্ষ করেছে। তারা মনে করতো আমি মনে হয় ভুল করছি! কিন্তু আজকে চিন্তা করে দেখেন, কে ভুল ছিলো! এই উপদেষ্টা পরিষদের অনেককে আমি বহুদিন ধরে চিনি, তারা কতোটুকু কি করতে পারবে, সেটা আমার অনুমেয় ছিল।’ 

এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে মন্তব্য করে রাশেদ খান লেখেন, ‘আমি বারবার বলেছি, এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে। এমনও বলেছি, অবস্থা দেখে মনে হচ্ছে হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন ডক্টর মুহাম্মদ ইউনূস! কিন্তু তারপর আপনারা সংস্কার সংস্কার আর বিচার বিচার করে সরকারকে দীর্ঘমেয়াদি করে ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চেয়েছেন। কিন্তু এই সরকার আপনার আমার ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।’

এখন কেন চান না সরকার ৫ বছর থাকুক?- এমন প্রশ্ন রেখে গণঅধিকার পরিষদ নেতা বলেন, ‘এই সরকারের দুর্বল নিরাপত্তাবলয়ের কারণে আজকে লীগ মাথাচাড়া দিয়ে উঠেছে। লীগের কোনকিছু করা যায়নি বরং ঘাপটি মেরে থেকে এরা শক্তি সঞ্চয় করেছে। নির্বাচনকে সামনে রেখে এরা দেশে গুপ্তহত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, বোমাবাজি শুরু করার প্লান নিচ্ছে। ক্ষমতার মোহে কামড়াকামড়ি করবেন নাকি লীগ সামলাবেন? সিদ্ধান্ত আপনার!'

ইউনূস সরকার ব্যর্থ দাবি করে তিনি বলেন, ‘আমরা দেশে-বিদেশে কেউ নিরাপদ নই। আমাদের জন্য নিরাপদ মাতৃভূমি বানাতে ব্যর্থ ডক্টর মুহাম্মদ ইউনূস সরকার!’

সর্বশেষ