‘নতুন করে কারও সাথে যুগপৎ নয়, ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐকবদ্ধ রাখার পক্ষে গণঅধিকার পরিষদ’

নতুন করে কারও সাথে যুগপৎ নয়, ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐকবদ্ধ রাখার পক্ষে গণঅধিকার পরিষদ বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার (২৫ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি এবং দাবি - দাওয়া থাকতে পারে। এই ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে বলে ওই পোস্টে উল্লেখ করেছেন রাশেদ খান।
তিনি লেখেন, ‘কিন্তু ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের ফলে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম হয়, এমন কোন পদক্ষেপের সাথে গণঅধিকার পরিষদ যুক্ত হবে না, তবে আওয়ামী ফ্যাসিবাদের পুরোপুরি বিনাশে ঐক্য গঠনের পথে আমরা ইতোমধ্যে দলীয় কার্যালয়ে বহুদলীয় বৈঠক ও শাহবাগে সংহতি সমাবেশ করেছি।’
তিনি এই পোস্টে দিয়েছেন এমন সময়, যখন জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিসহ কিছু দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে। রাশেদ খান তার স্ট্যাটাসে আরো, পুরো জাতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এড়িয়ে এক ও ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নাই বলে আহ্বান জানিয়েছেন।
বিভাজনের যে কোনো সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে, তখন কারও শেষ রক্ষা হবে না উল্লেখ করে মি. খান সকলকে এক থাকার আহ্বান জানিয়েছেন।