পশ্চিমবঙ্গের হুগলির হাসপাতাল থেকে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পশ্চিমবঙ্গের হুগলির সিঙ্গুরে এক নার্সিংহোম থেকে তরুণী নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত নার্স নন্দীগ্রামের বাসিন্দা এবং তিন দিন আগে সিঙ্গুরের ওই নার্সিংহোমে কাজ শুরু করেছিলেন। বুধবার রাতে হাসপাতালের চারতলার একটি ঘর থেকে তার দেহ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ঘটনার পর গোটা এলাকা চাঞ্চল্যগ্রস্ত হয়ে উঠেছে। ঠিক এক বছর আগে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে এক জুনিয়র চিকিৎসককে হাসপাতাল চত্বরেই ধর্ষণ ও খুন করা হয়েছিল, যার তদন্ত এখনো চলছে।
সিঙ্গুর গ্রামীণ থানার পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত করা হবে। ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে তা এখনও জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।