বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৬, ৩ আগস্ট ২০২৫

ছাত্রদলের সমাবেশ, স্লোগানে মুখর রাজধানী

ছাত্রদলের সমাবেশ, স্লোগানে মুখর রাজধানী
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে রাজধানীর শাহবাগ মোড়ে রবিবার (৩ আগস্ট) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।

সমাবেশ শুরুর আগেই শাহবাগ এলাকা মুখর হয়ে ওঠে স্লোগানে। “খালেদা জিয়া ভয় নাই”, “স্বৈরাচার নিপাত যাক”, “জিয়ার সৈনিক এক হও”—এমন স্লোগানে গর্জে উঠেছে চারপাশ। ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ছিল স্পষ্ট উদ্দীপনা ও দৃপ্ত প্রত্যয়।

জামালপুর জেলা ছাত্রদলের কর্মী সাঈদ বলেন, “আমরা খুব সকালে পৌঁছেছি। দীর্ঘ যাত্রা সত্ত্বেও কর্মীরা দলীয় আদর্শে উজ্জীবিত। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণই আমাদের অঙ্গীকার।”

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতা মাসুদ রহমান জানান, “সকাল সকাল আসার ফলে আমরা স্লোগানের মাধ্যমে কর্মীদের চাঙা রাখছি। আজকের দিনটি আমাদের আন্দোলনের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।”

মুন্সিগঞ্জ, গাজীপুর, বগুড়া, রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের মুখেও ছিল একই বার্তা—এই সমাবেশ কেবল একটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, বরং চলমান ছাত্র-জনতার আন্দোলনের একটি প্রতীকী প্রকাশ।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জানান, এই সমাবেশের মাধ্যমে তারা গণঅভ্যুত্থানের বার্তা দেশব্যাপী ছড়িয়ে দিতে চান। তাদের ভাষায়, “এটি ছাত্র রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে স্বৈরাচারবিরোধী লড়াইয়ের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে।”

সম্পর্কিত বিষয়: