বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৫, ৩০ জুলাই ২০২৫

সরকার চালাতে চাইলে জনগণের কথা শুনতেই হবে: তারেক রহমান

সরকার চালাতে চাইলে জনগণের কথা শুনতেই হবে: তারেক রহমান
ছবি: সদ্য সংবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “দেশের জনগণ মাত্র কজন মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য দেড় দশকের বেশি সময় আন্দোলন করেনি, কিংবা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হয়নি। তারা রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই জীবন উৎসর্গ করেছে।”

বুধবার (৩০ জুলাই) বিকেলে সাভারের আশুলিয়ার দারুল ইহসান মাদরাসা মাঠে এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ‘নারকীয় জুলাই’ শীর্ষক এই সভার আয়োজন করে বিএনপি, যেখানে গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-শ্রমিক-জনতার পরিবারের সদস্যদের সম্মান জানানো হয়।

তারেক রহমান বলেন, “সরকারে যারা থাকবে, তাদের অবশ্যই জনগণের কথা শুনতে হবে। কারণ রাষ্ট্র ও রাজনীতির মূল ভিত্তি হলো জনগণ। জনগণকে দুর্বল রেখে কোনো কিছুই শক্তিশালী করা সম্ভব নয়। নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করলেই ভবিষ্যতে কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না।”

তিনি আরও বলেন, “জনগণের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম উপায় হচ্ছে নির্বাচন। সেই সুযোগ নিশ্চিত করতে না পারলে জনগণের ইচ্ছাও কখনোই রাষ্ট্রে প্রতিফলিত হবে না। এজন্যই বিএনপি সবসময় অবাধ, সুষ্ঠু নির্বাচনের পক্ষে।”

তারেক রহমান বিশ্বাস করেন, স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সরকার পর্যন্ত প্রতিটি স্তরে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা গেলে রাজনৈতিক স্থিতিশীলতা, জবাবদিহিতা ও শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, “সরকার ও রাজনৈতিক নেতৃত্বকে জনগণের মুখাপেক্ষী করতে পারলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং নাগরিকদের অধিকার নিশ্চিত হবে।”

সর্বশেষ