বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ৩০ জুলাই ২০২৫

ছাত্রদলের সমাবেশের স্থান পরিবর্তনে এনসিপির কৃতজ্ঞতা প্রকাশ

ছাত্রদলের সমাবেশের স্থান পরিবর্তনে এনসিপির কৃতজ্ঞতা প্রকাশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচির স্থান শহীদ মিনার থেকে শাহবাগে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের জন্য বিএনপি ও ছাত্রদলকে ধন্যবাদ জানানো হয়েছে।

বুধবার (৩০ জুলাই) এক ফেসবুক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লেখেন, “আমাদের অনুরোধে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় আমরা ছাত্রদল ও বিএনপিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়েই গণতন্ত্রের উত্তরণ সম্ভব।”

এর আগে ছাত্রদল জানায়, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের আয়োজন করে সংগঠনটি। বিষয়টি জানিয়ে গত ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বরাবর আবেদন করলে ২৬ জুন শহীদ মিনারে সমাবেশের অনুমতিও মেলে।

তবে পরে একই তারিখে একই স্থানে জাতীয় নাগরিক পার্টিও সমাবেশের ঘোষণা দিলে এনসিপির নেতারা ব্যক্তিগতভাবে ছাত্রদলের সঙ্গে যোগাযোগ করেন এবং স্থান পরিবর্তনের অনুরোধ জানান। ছাত্রদল জানায়, সব প্রস্তুতি সম্পন্ন করার পর স্থান পরিবর্তন কঠিন হলেও উদারনৈতিক রাজনৈতিক চেতনার জায়গা থেকে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, “আমরাই প্রথম কর্মসূচি ঘোষণা করি এবং অনুমতিও পাই। তারপরও সহাবস্থানের দৃষ্টান্ত হিসেবে সমাবেশ শাহবাগ মোড়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।”

তারা আরও জানায়, রাজধানীর ব্যস্ত এলাকায় সমাবেশের ফলে জনদুর্ভোগ তৈরি হলে নগরবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করছে সংগঠনটি।

সম্পর্কিত বিষয়: