বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২১, ২৪ জুলাই ২০২৫

সরকার এনজিও বা করপোরেট প্রতিষ্ঠান দিয়ে চলে না: ড. মঈন খান

সরকার এনজিও বা করপোরেট প্রতিষ্ঠান দিয়ে চলে না: ড. মঈন খান
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার এনজিও বা করপোরেট প্রতিষ্ঠান দিয়ে পরিচালিত হতে পারে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় জনগণের সার্বিক মতামতের প্রতিফলন থাকা উচিত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, “এনজিও সাধারণত জনগণের একটি নির্দিষ্ট অংশ নিয়ে কাজ করে, পুরো জনগণের প্রতিনিধিত্ব করে না। অন্যদিকে করপোরেট প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা। গণতন্ত্রে বিশ্বাস করলে রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে জনগণের মতামত প্রতিফলিত হওয়া জরুরি।”

তিনি আরও বলেন, “আমি প্রথমবারের মতো দেখলাম টাকা অবমূল্যায়িত হচ্ছে, অথচ বাংলাদেশ ব্যাংক ডলারের অবমূল্যায়ন ঠেকানোর চেষ্টা করছে। টাকা শক্তিশালী হলে আমাদের বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতাও বাড়বে।”

দেশের ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহায়তা করা হচ্ছে, যা আর্থিক শৃঙ্খলার পরিপন্থী।”

সংস্কার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, “গত দুই বছর ধরে আমরা সংস্কার নিয়ে কাজ করছি। এটি একটি চলমান প্রক্রিয়া।”

সেমিনারে পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ এবং পিআরআইয়ের অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ