সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশে উপস্থিত হয়েছেন আমির
ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় মহাসমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছান। উদ্যানে প্রবেশের সময় রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান জামায়াত আমির, এ সময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়।
সমাবেশে জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। দুপুর ২টায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ডা. শফিকুর রহমান। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সকাল ৯টা ২৫ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ, আমাদের সমাবেশ ইতোমধ্যে জনসমুদ্রে রূপ নিয়েছে।’ একই সঙ্গে তিনি অনুকূল আবহাওয়ার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান।
জামায়াতের ঘোষিত ৭ দফা দাবির মধ্যে রয়েছে: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা, সব গণহত্যার বিচার, জুলাই সনদের বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু এবং প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা।



























