মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১১ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২১, ১৯ জুলাই ২০২৫

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশে উপস্থিত হয়েছেন আমির

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশে উপস্থিত হয়েছেন আমির

ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় মহাসমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছান। উদ্যানে প্রবেশের সময় রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান জামায়াত আমির, এ সময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়।

সমাবেশে জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। দুপুর ২টায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ডা. শফিকুর রহমান। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সকাল ৯টা ২৫ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ, আমাদের সমাবেশ ইতোমধ্যে জনসমুদ্রে রূপ নিয়েছে।’ একই সঙ্গে তিনি অনুকূল আবহাওয়ার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান।

জামায়াতের ঘোষিত ৭ দফা দাবির মধ্যে রয়েছে: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা, সব গণহত্যার বিচার, জুলাই সনদের বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু এবং প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা।

সর্বশেষ