শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩, ১২ জুলাই ২০২৫

আপডেট: ২৩:৫০, ১২ জুলাই ২০২৫

সরকার কোনোভাবেই মব জাস্টিস বরদাশত করবে না: রিজওয়ানা হাসান 

সরকার কোনোভাবেই মব জাস্টিস বরদাশত করবে না: রিজওয়ানা হাসান 
ছবি: সংগৃহীত

সরকার কোনোভাবেই মব জাস্টিসকে সহ্য করবে না এবং এই ধরনের ঘটনায় জড়িতদের কঠোরভাবে দমন করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘সরকার বারবার বলেছে, মব জাস্টিস বরদাশত করা হবে না। গত তিন-চার মাসে যেখানেই এমন ঘটনা ঘটেছে, সেখানেই দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।’

শনিবার ( ১১ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে পরিবেশ রক্ষায় ১২টি ইউনিয়নে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক আলোচিত মধুমতি মডেল টাউনের বিষয়ে তিনি বলেন, আদালত যেটাকে অবৈধ ঘোষণা করেছে, সেটি বৈধ হওয়ার সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, ‘বিজিএমই ভবন অনেক দিন দাঁড়িয়ে ছিল, কিন্তু আদালতের রায় কার্যকর করতে সময় লেগেছে। তবুও উচ্ছেদ হয়েছে। ঠিক তেমনি, মধুমতি মডেল টাউন নিয়েও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক কাজ শুরু করেছে।’

সাভারের পরিবেশ দূষণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে জোরালো অভিযান চলছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘গত ১১ মাসে আমরা যা করার কথা তার চেয়ে বেশি করেছি। ইতোমধ্যে বেশিরভাগ ইটভাটার লাইসেন্সের মেয়াদ জুন-জুলাই-আগস্টেই শেষ হয়ে যাবে। রিনিউয়ের সম্ভাবনাও দেখছি না। হাতে গোনা কয়েকটি ছাড়া বাকিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদসহ সাভারের স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।