৩০০ জন বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত
তিনশতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি উপস্থিত ছিলেন।
সভায় ২০টির বেশি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে অন্যতম ছিল রেইনট্রি হোটেল ধর্ষণ মামলার বিতর্কিত বিচারক কামরুন্নাহারকে ঘিরে সিদ্ধান্ত।
আলোচনায় বিচারপতিরা তাঁর বিচারিক ক্ষমতা পুনর্বহাল করা হবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জিএ কমিটিকে (জাজেস অ্যাডমিনিস্ট্রেশন কমিটি) দায়িত্ব দিয়েছেন।
এর আগে, রেইনট্রি মামলায় আপিল বিভাগের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় বিচারিক ক্ষমতা হারান কামরুন্নাহার।
সভায় আরও বেশ কিছু প্রশাসনিক ও পদোন্নতি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।



























