রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৪, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:৪৪, ৩ নভেম্বর ২০২৫

সমালোচনার মুখে প্রাথমিকের সংগীত শিক্ষক পদ বাতিল

সমালোচনার মুখে প্রাথমিকের সংগীত শিক্ষক পদ বাতিল
ছবি: সংগৃহীত

ধর্মভিত্তিক সংগঠনগুলোর তীব্র সমালোচনার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে চালু করা সংগীত শিক্ষক পদের সিদ্ধান্ত বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে শরীরচর্চা শিক্ষকের পদও তুলে দেওয়া হয়েছে। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’-এ এই দুটি পদ বাদ দিয়ে আনা হয়েছে কিছু শব্দগত সংশোধন।

রোববার (২ নভেম্বর) সংশোধিত বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান বলেন, 'আগের বিধিমালায় শিক্ষক পদ চারটি ক্যাটাগরিতে ভাগ করা হলেও নতুন সংস্করণে রাখা হয়েছে দুটি। সংগীত ও শরীরচর্চা বিষয়ে সহকারী শিক্ষকের পদ বাদ দেওয়া হয়েছে।'

পদ বাতিলের সিদ্ধান্তে ধর্মভিত্তিক সংগঠনগুলোর কোন চাপ আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আপনারা এটি খতিয়ে দেখতে পারেন।’

তিনি বলেন, 'আগের বিধিমালায় মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের মধ্যে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে স্নাতকদের এবং বাকি ৮০ শতাংশ পদ "অন্যান্য বিষয়ে" স্নাতকদের জন্য উল্লেখ ছিল। "অন্যান্য বিষয়ে" শব্দবন্ধটি বিভ্রান্তিকর হওয়ায় এখন তা সংশোধন করে বলা হয়েছে "বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রিধারী"। এভাবে বিষয়টি আরও স্পষ্ট করা হয়েছে।'

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ