রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১, ১৫ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:৪২, ১৫ অক্টোবর ২০২৫

তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই

তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই

বাংলাদেশের নন্দিত লেখক ও কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান মারা গেছেন।

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। 

রকিব হাসানের ছেলে রাহিদ হাসান বলেন, 'গণস্বাস্থ্য হাসপাতালে ডায়ালিসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।'

লেখক রকিব হাসান ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। বাবার চাকরিসূত্রে তার শৈশব কেটেছে ফেনীতে। সেখানে স্কুলজীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। 

পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও বাঁধাধরা জীবনে মন টেকেনি, বেছে নেন লেখালেখি। সেবা প্রকাশনী থেকে তার লেখকজীবনের সূচনা। পাশাপাশি সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন ‘রহস্যপত্রিকা’য়। প্রথম দিকে বিশ্বসেরা ক্ল্যাসিক বই অনুবাদ করেছেন। এরপর লিখে গেছেন ‘টারজান’, ‘গোয়েন্দা রাজু’, ‘আরব্য রজনী’, ‘রেজা-সুজা’ সিরিজসহ চার শতাধিক জনপ্রিয় বই। তবে তার সবচেয়ে বড় পরিচয় ‘তিন গোয়েন্দা’ সিরিজ বা কিশোর, মুসা ও রবিনের মতো চরিত্রগুলোর স্রষ্টা হিসেবে।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ