তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই
বাংলাদেশের নন্দিত লেখক ও কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। রকিব হাসানের ছেলে রাহিদ হাসান বলেন, `গণস্বাস্থ্য হাসপাতালে ডায়ালিসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।`