শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৬:০৭, ১২ অক্টোবর ২০২৫

‘আমার পরিবার দেশে, আমি সেফ এক্সিট নেব কেন?’

‘আমার পরিবার দেশে, আমি সেফ এক্সিট নেব কেন?’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামের এক সাক্ষাৎকারে উঠে আসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ প্রসঙ্গ। এরপর থেকেই বিষয়টি নিয়ে নানা প্রশ্নের মুখে পড়ছেন উপদেষ্টারা। অনেকে নাহিদ ইসলামের কাছে এই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন।

তবে এবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট ভাষায় বলেছেন, ‘আমার ছেলে-মেয়ে সবাই দেশে আছে, আমি একা ‘সেফ এক্সিট’ নিয়ে কী করব?’

রোববার (১২ অক্টোবর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্ন ছিল- ‘আপনিও কি সেফ এক্সিট চান?’ এর জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কে কী চান, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আমার ছেলে-মেয়ে দেশে আছে, আমি দেশের বাইরে যাব কেন? আমি একা সেফ এক্সিট নিয়ে কী করব? বিদেশে কার কাছে যাব?’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সম্ভাব্য অস্থিতিশীলতা রোধে নির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

ফ্যাসিবাদের সময় গুম, হত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা সদস্যদের সেনা হেফাজতে রেখে বিচার কার্যক্রম চালানোর বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনে যা বলা আছে, সেটাই করা হবে।’

তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও ওসিদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এসময় তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঝটিকা মিছিল এখন আগের তুলনায় অনেক কমে এসেছে।’

সর্বশেষ