বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

জাহাঙ্গীর আলম চৌধুরী

জাহাঙ্গীর আলম চৌধুরী

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব নেবে।  রোববার (২১ সেপ্টেম্বর)  সচিবলায়ে অবস্থিত নিজ কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ সিদ্ধান্তের কথা জানান। উপদেষ্টা বলেন, ‘পূজা ধর্মীয় আচার, তাই সবারই দায়িত্ব থাকবে সতর্কভাবে উৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। ’