‘নির্বাচন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর নয়, জনগণের ওপর নির্ভর করে’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, নির্বাচন তো আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর নির্ভর করে না, জনগণের ওপর নির্ভর করে। তিনি বলেন, জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে কেউ আটকাতে পারবে না। রাজনৈতিক দলগুলোর মতৈক্য হয়ে গেলে নির্বাচন করতে সুবিধা হবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত বিভাগীয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর এক মতবিনিময়সভায় এসব কথা বলেন উপদেষ্টা।
তিনি আরো বলেন, এবারের নির্বাচনে সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরা থাকবেন। বর্তমানে মাঠে ৩০ হাজারের মতো সেনা সদস্য থাকলেও নির্বাচনের সময় ১ লাখের মতো থাকবেন।
রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত অবস্থা নিয়ে উপদেষ্টা বলেন, মিয়ানমার বর্ডার এলাকায় এখন সে দেশের সেনাবাহিনী নেই, পুরোটা আরাকান আর্মির দখলে। তাদের সঙ্গে সেই দেশের সেনাবাহিনীর একটা যুদ্ধ চলে। সে এলাকায় আমাদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ভালো কাজ করছে। পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণের ভেতরে রাখছে। রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক আছে বলেও জানান তিনি।