রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০২, ৮ অক্টোবর ২০২৫

আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে সই করাতে চাই: আলী রীয়াজ

আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে সই করাতে চাই: আলী রীয়াজ
ছবি: সংগৃহীত

‘গত কয়েক দিনে যে অগ্রগতি হয়েছে, আশা করছি আজ বাকি বিষয়গুলো নিষ্পত্তি করতে পারব। সারা দেশ এই আলোচনার ফলাফলের দিকে তাকিয়ে আছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন,  আমরা এমন এক ঐকমত্যে পৌঁছাতে চাই, যা ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট পথরেখা তৈরি করবে।’

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পঞ্চম দিনের আলোচনার শুরুতে এ আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যদি একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা আসে, সেটিই সরকারকে জানানো হবে। ‘আজ নিষ্পত্তিতে আসা গেলে আজই আলোচনা শেষ হতে পারে,’ যোগ করেন তিনি। দ্রুত একটি চূড়ান্ত প্রস্তাবনা সরকারে পাঠাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আলী রিয়াজ।

ড. রিয়াজ গণভোট বাস্তবায়নের বিষয়ে নির্দিষ্ট মতামত প্রদানের পাশাপাশি সনদের যেসব বিষয়ে বিভিন্ন দল ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তি জানিয়েছে, সেগুলোকেও গুরুত্ব দিয়ে বিবেচনার কথা বলেন। তার মতে, জনগণের সম্মতি নিশ্চিত করতে এসব আপত্তি সম্পর্কে তাদের অবহিত করা জরুরি, যাতে তারা জেনে-শুনে মতামত দিতে পারেন।

তিনি আরও বলেন, ‘গণভোটে নোট অব ডিসেন্ট থাকা বিষয়গুলোতে আলাদাভাবে জনগণের মতামত নেওয়া সম্ভব কি না, সেটিও কমিশনকে বিবেচনা করতে হবে।’

কমিশনের সময়সূচি অনুযায়ী, ১০ অক্টোবরের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া সরকারকে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। আর ১৫ অক্টোবরের মধ্যেই সম্পন্ন করতে চায় স্বাক্ষর অনুষ্ঠান। প্রয়োজনে আরও দু-এক দিন আলোচনা চলতে পারে, তবে কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে চায়।

সর্বশেষ