নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় গ্রেফতার ৭: উপপ্রেস সচিব
রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় ভিডিও পর্যবেক্ষণ করে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের রাজনীতির সঙ্গে জড়িত দুইজন সহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা করে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে আজাদ মজুমদার জানান, ‘রাজবাড়ীর ঘটনায় ভিডিও দেখে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুই জন আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ মিলেছে।‘ তিনি আরো বলেন, তদন্তে যাদের সংশ্লিষ্টতা নিশ্চিত হবে, তাদের বিরুদ্ধেই আইনী ব্যবস্থা নেওয়া হবে।



























