শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১৩ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৪, ২৩ আগস্ট ২০২৫

অস্ত্রের জোরে ভোটে জিততে চাইলে দুঃসংবাদ অপেক্ষা করছে: সিইসি

অস্ত্রের জোরে ভোটে জিততে চাইলে দুঃসংবাদ অপেক্ষা করছে: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা ভোটকেন্দ্র বা ব্যালট বাক্স দখলের স্বপ্ন দেখছেন, তাদের সেই আশা পূরণ হবে না। শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহীর আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, যারা কেন্দ্র দখল করে কিংবা বাক্স দখল করে জেতার চিন্তা করছেন, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ‘তারা এতদিন শুধু ঘুঘু দেখেছেন, এবার ফাঁদও দেখবেন। দেশবাসীকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের সহযোগিতায় আমরা নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করব।’

তিনি জানান, প্রতিটি কর্মকর্তাকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হচ্ছে। আগের মতো কোনো বেআইনি হুকুম নির্বাচন কমিশন থেকে যাবে না। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান আরও জোরদার হবে। যারা অস্ত্রের জোরে ভোটে জিততে চাইবেন, তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে।

পূর্ববর্তী নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিষয়ে প্রশ্ন করা হলে নাসির উদ্দিন বলেন, পাঁচ হাজারের বেশি কর্মকর্তা থাকায় সবাইকে বদলি করা সম্ভব নয়, তবে যারা সরাসরি জালিয়াতিতে জড়িত ছিলেন, তাদের দায়িত্বে রাখা হবে না। তিনি যোগ করেন, ‘আপনারা যতটা সজাগ, আমরা তার চেয়েও বেশি সতর্ক। বর্তমান নির্বাচন কমিশন কোনো পক্ষপাত করছে না, আমাদের কর্মকর্তারা সেটাই জানেন।’

সরকারের ভূমিকা প্রসঙ্গে সিইসি বলেন, ‘এখন পর্যন্ত সরকার আমাদের কিছু চায়নি। যেদিন চাইবে, সেদিন আমাকে এই চেয়ারে পাবেন না। সরকার যদি হুকুম চাপিয়ে দিতে চায়, আমি পদে থাকব না।’ তিনি আরও জানান, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেনা, নৌ, বিমান ও কোস্টগার্ডসহ সব বাহিনী নির্বাচনী দায়িত্বে যুক্ত থাকবে। প্রয়োজনে তারা সরাসরি পদক্ষেপ নেবে।

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে পুরো আসনের নির্বাচন বাতিল করা হবে বলেও সতর্ক করেন সিইসি। তাঁর ভাষায়, ‘যদি দেখি কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে, তাহলে সেই আসনের ভোটই বাতিল করে দেব।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের সব সংস্থা ডিসেম্বরের মধ্যেই প্রস্তুতি শেষ করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিরলসভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন।

রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব দল নির্বাচনে আসবে কিনা, সেটা সময় বলবে। তবে আমি বিশ্বাস করি, দলগুলো দেশের স্বার্থে অংশ নেবে। আওয়ামী লীগ আদালতের রায় না আসা পর্যন্ত রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবে না, তাই রায়ের অপেক্ষা করতে হবে।’ পরে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।
 

সর্বশেষ