মাইলস্টোন শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নিয়েছে সরকার।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কলেজের পাঁচ নম্বর ভবনের সামনে এ ঘোষণা দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় ক্ষমা প্রার্থনা করেন তিনি এবং জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে-দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রদান, ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনাসদস্যদের ‘হাত তোলার’ ঘটনায় নিঃশর্ত ও প্রকাশ্যে ক্ষমা চাওয়া, নিহত শিক্ষার্থীদের পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া, ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ বিমান চালু এবং বিমানবাহিনীর প্রশিক্ষণব্যবস্থা ও এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করা।
এর আগে সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে শতাধিক ব্যক্তি হতাহত হন, যাদের অধিকাংশই শিশু। এই মর্মান্তিক ঘটনার পর মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।