বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৩:২৪, ১৫ জুলাই ২০২৫

মস্তিষ্কের জন্য ক্ষতিকর খাবারগুলো যেসব খাবার

মস্তিষ্কের জন্য ক্ষতিকর খাবারগুলো যেসব খাবার

আপনি কী খাচ্ছেন, তার প্রভাব আপনার মস্তিষ্কে কীভাবে পড়ছে, তা জানা অত্যন্ত জরুরি। মস্তিষ্ক মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা আপনার শরীরের কার্যক্রম এবং মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে কিছু খাবার রয়েছে, যেগুলো অজান্তেই আমরা প্রতিদিন খাচ্ছি—যা মস্তিষ্কের জন্য মারাত্মক ক্ষতিকর।

১. অতিরিক্ত চিনি ও চিনিযুক্ত পানীয়
চিনিযুক্ত খাবার ও পানীয় নিয়মিত খেলে স্মৃতিশক্তি কমে যেতে পারে এবং শেখার ক্ষমতা হ্রাস পায়। এটি ডিমেনশিয়া ও অ্যালঝেইমার রোগের ঝুঁকি বাড়ায়।

২. প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার
ফাস্টফুড বা প্রক্রিয়াজাত খাবারে থাকা অস্বাস্থ্যকর চর্বি মস্তিষ্কের কার্যক্ষমতা কমায় এবং ওজন দ্রুত বাড়িয়ে দেয়।

৩. ভাজাপোড়া খাবার
পেস্ট্রি, ফ্রাইড খাবারে থাকা ট্রান্স ফ্যাট ধমনী বন্ধ করে দেয়, ফলে মস্তিষ্কে রক্তপ্রবাহ ব্যাহত হয়। এতে স্মৃতিশক্তি কমে যায় ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

৪. মদ্যপান
অতিরিক্ত অ্যালকোহল মস্তিষ্কের টিস্যুর ক্ষতি করে, স্মৃতিশক্তি নষ্ট করে এবং চিন্তাশক্তি দুর্বল করে তোলে। দীর্ঘমেয়াদে এটি মানসিক ক্লান্তি সৃষ্টি করে।

৫. সুগার ফ্রি বা কৃত্রিম মিষ্টি
কিছু সুগার ফ্রি পণ্যে থাকা রাসায়নিক উপাদান মাথাব্যথা, মেজাজ পরিবর্তন এবং মস্তিষ্কের দক্ষতা কমিয়ে দেয়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না।

৬. অতিরিক্ত লবণ
বেশি লবণ ধমনী সংকুচিত করে, রক্তচাপ বাড়ায় এবং মস্তিষ্কে রক্তজমাট সৃষ্টি করতে পারে। এটি বিভ্রান্তি, স্মৃতিভ্রংশ এবং ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়।

৭. ডায়েট সোডা
ডায়েট সোডায় থাকা কৃত্রিম উপাদান উদ্বেগ, মনোসংযোগ হ্রাস, স্মৃতিশক্তি দুর্বলতা এবং মেজাজের পরিবর্তন ঘটায়।

৮. পাউরুটি ও পেস্ট্রি জাতীয় খাদ্য
এ ধরনের খাবারে উচ্চ গ্লাইসেমিক সূচক থাকায় রক্তের শর্করা হঠাৎ বেড়ে যায়, যা মস্তিষ্কের ওপর চাপ সৃষ্টি করে এবং অলসতা বাড়ায়।

সর্বশেষ