বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৭:১৮, ৭ জুলাই ২০২৫

সঙ্গীর মিথ্যা ধরার সহজ উপায়

সঙ্গীর মিথ্যা ধরার সহজ উপায়

সম্পর্কে স্বচ্ছতা বিশ্বাসই টিকে থাকার মূল ভিত্তি। কিন্তু অনেকেই প্রেম বা দাম্পত্য সম্পর্কে থাকলেও সঙ্গীর কাছে সবকিছু খোলাখুলি বলেন না, এমনকি ইচ্ছাকৃতভাবে মিথ্যাও বলেন। ধরনের আচরণ ধীরে ধীরে সম্পর্কে ফাটল ধরাতে পারে। যদি সঙ্গী দিনের পর দিন মিথ্যা বলেন, তাহলে সতর্ক হওয়া জরুরি।

সঙ্গীর আচরণে একটু লক্ষ্য রাখলেই বোঝা সম্ভব, তারা সত্য বলছেন না কি লুকোচুরির আশ্রয় নিচ্ছেন।

কিছু সাধারণ লক্ষণ দেখে মিথ্যা ধরা সম্ভব:

মিথ্যা বলার সময় অনেকের মুখভঙ্গি বদলে যায়। কেউ ঠোঁট কামড়ান, কেউ ঠোঁট চেপে ধরেন। এটা অজান্তে ঘটে যায় এবং এটি হতে পারে মিথ্যা বলার অজান্ত এক সংকেত।

মিথ্যা বলার সময় অনেকে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না। কথায় জড়তা আসে, ফ্লো থাকে না। শরীরের ভেতরে এক ধরনের হরমোনীয় চাপ সৃষ্টি হয়, যা কথা বলায় বাধা দেয়।

হাতের ভঙ্গিতেও মিথ্যার ছাপ পাওয়া যায়। সাধারণ কথোপকথনের তুলনায় মিথ্যা বলার সময় হাতের অঙ্গভঙ্গি বেশি অস্বাভাবিক হয়ে ওঠে। কারণ তখন মস্তিষ্ক বাস্তবতার বাইরে গিয়ে কল্পনায় কিছু তৈরি করতে ব্যস্ত থাকে, ফলে হাতের সঞ্চালনেও দেরি হয় বা তা অপ্রাকৃতিক হয়।

আরেকটি বড় লক্ষণ হলো দৃষ্টির অস্বস্তি। যারা মিথ্যা বলেন, তারা সাধারণত চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। আত্মবিশ্বাসের ঘাটতি মনের দ্বন্দ্ব তাদের দৃষ্টিতে ধরা পড়ে।

সর্বশেষ