বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫২, ২ জুলাই ২০২৫

ব্রণ ঢাকার সহজ কৌশল: বিশেষ দিনে মুখে আত্মবিশ্বাস রাখতে যা করবেন

ব্রণ ঢাকার সহজ কৌশল: বিশেষ দিনে মুখে আত্মবিশ্বাস রাখতে যা করবেন

ব্রণ বা মুখে ফুসকুড়ি হওয়া স্বাভাবিক একটি ঘটনা। তবে বিশেষ কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে, বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করার সময় অনেকেই চান এই ছোটখাটো দাগ যেন চোখে না পড়ে।

যাদের কাছে ব্রণ প্যাচ ব্যবহার করা সুবিধাজনক না বা মেইকআপে ভরসা রাখেন, তারা ধাপে ধাপে ব্রণ লুকানোর কৌশল ব্যবহার করতে পারেন।

মুখ পরিষ্কার করা, ময়েশ্চারাইজ ব্যবহার

যুক্তরাষ্ট্রভিত্তিক মেইকআপ শিল্পী স্টেভি ক্রিস্টিন রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, ‘অনেকেই মেইকআপ দেওয়ার আগে ত্বক প্রস্তুত করার গুরুত্ব বুঝতে পারেন না। অথচ একটি পরিষ্কার, শুকনো ও প্রস্তুত ত্বকেই মেইকআপ ভালোভাবে বসে এবং দেখতে প্রাকৃতিক লাগে।’

প্রথমে একটি হালকা ফেনাযুক্ত ক্লিনজার ব্যবহার করতে হবে। যা অতিরিক্ত তেল, ধুলা ও আগের মেইকআপ পরিষ্কার করবে। এরপর একটি ‘হাইড্রেইটিং টোনার’ বা ‘মাইসেলার ওয়াটার’ ব্যবহার করা যায়।

তিনি বলেন, ‘যদি ব্রণটা অনেক বড় বা ‘সিস্টিক’ হয়, তাহলে সেখানে হালকা গরম তোয়ালে বা বরফ প্রয়োগ করে ফোলাভাব কমানোর জন্য।’

হালকা কভারেজের ফাউন্ডেশন ব্যবহার

যারা পুরো মুখে ফাউন্ডেইশন ব্যবহার করতে চান, তাদেরকে স্টেভি ক্রিস্টিন হালকা থেকে মাঝারি কভারেজের ফাউন্ডেশন ব্যবহারের পরামর্শ দেন।

তিনি বলেন, ‘শুধু একটি ছোট দাগ ঢাকতেই মুখের সব অংশ ভারী মেইকআপে ঢেকে ফেলবেন কেন? বরং ত্বকটিকে উজ্জ্বল ও সতেজ দেখানো ভালো।’

তিনি এমন ফাউন্ডেইশন ব্যবহার করার পরামর্শ দেন, যেটি সব ধরনের ত্বক ও গায়ের রংয়ের সঙ্গে মানিয়ে যায়।

এছাড়া, যুক্তরাষ্ট্রভিত্তিক ত্বক বিশেষজ্ঞ ‘এলিমেন্ট মেডিক্যাল অ্যাসথেটিকস’-এর প্রতিষ্ঠাতা মেরি থর্নটন বলেন, ‘ফাউন্ডেশন ও কনসিলার লাগানোর সময় সবসময় পরিষ্কার মেইকআপ ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করা উচিত। এতে ত্বকে ব্যাক্টেরিয়া ছড়ানোর আশঙ্কা কমে এবং ব্রণ ছড়িয়ে পড়া প্রতিরোধ হয়।

ছোট ব্রাশ দিয়ে ট্যাপ করে কনসিলার ব্যবহার

এমি অ্যাওয়ার্ড জয়ী মেইকআপ আর্টিস্ট নিসা গ্রিন বলেন, ‘ব্রণ ঢাকতে সামান্য পরিমাণ কনসিলারই যথেষ্ট। এ ক্ষেত্রে ছোট একটি মেইকআপ ব্রাশ বা কিউ-টিপ ব্যবহার করা উচিত যাতে নিয়ন্ত্রণ ভালো থাকে।’

তিনি বলেন, ‘ক্রিমি কনসিলার অথবা আল্ট্রা ক্রিইমি কনসিলার ব্রণ ঢেকে ফেলতে দারুণ কাজ করে।’

যদি ব্রণের দাগ গাঢ় বা বেগুনি আভাযুক্ত হয়, তাহলে স্টেভি ক্রিস্টিন পরামর্শ দেন, পিচ রংয়ের আন্ডারটোনযুক্ত কনসিলার বেছে নিতে, যাতে দাগের রং নিরপেক্ষ হয়ে যায় নিসা গ্রিন বলেন, ‘কনসিলার কখনও ঘষে লাগাবেন না শুধু ট্যাপ করে লাগান। শুকাতে দিন, তারপর প্রয়োজনে দ্বিতীয় স্তর দিন।’

ভালোভাবে প্রান্তগুলো ব্লেন্ড করে দিতে হবে যাতে সেটা যেন মুখে আলাদা করে বোঝা না যায়।

সেট করা যাতে সারা দিন থাকে

কনসিলার শুকিয়ে গেলে সেট করার জন্য হালকা একটি ‘সেটিং পাউডার’ বা স্প্রে ব্যবহার করা জরুরি।

নিসা গ্রিন পরামর্শ দেন, ‘ম্যাটিফাইং ওয়াটারপ্রুফ সেটিং স্প্রে’ ব্যবহারের, যা দীর্ঘ সময় ধরে মেইকআপ ঠিক রাখে। তবে ত্বককে শুষ্ক বা ছিলাভাব করে না।

তিনি বলেন, ‘এই কৌশল বিয়ের সাজ, টিভি উপস্থাপক এমনকি পুরুষদের ওপরও ব্যবহার করা যায়। কারণ সব ক্ষেত্রেই এটি কার্যকর।’

পেশাদার পরামর্শ

ব্রণ চুলকাবেন বা চাপ দেবেন না: মেরি থর্নটন বলেন, ‘এটি ত্বকে দাগ বা কালচে হয়ে যাওয়ার কারণ হতে পারে। এছাড়াও ব্যাক্টেরিয়া ছড়িয়ে পড়ে ব্রণ বাড়িয়ে দিতে পারে।’

ভারী মেইকআপ এড়িয়ে চলা: যদি মুখে কিছু ব্রণ থাকে, তবে সেগুলো ঢেকে রেখে বাকি ত্বককে হালকা রাখুন। তাতে স্বাভাবিক উজ্জ্বলতা থাকবে এবং ত্বক নিঃশ্বাস নিতে পারবে।

রাতের সময় ত্বক পরিষ্কার করা: প্রতিরাতে হালকা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজ করতে হবে। সকালে চাইলে কেবল উষ্ণ পানি দিয়ে ধুয়ে নিতে পারেন।

স্পট বা দাগ ট্রিটমেন্ট ব্যবহার করা: রাতে ঘুমানোর আগে ‘হাইড্রোকলোয়ড প্যাচ’ ব্যবহার করলে ব্রণের ভেতরের ময়লা ও সেবাম টেনে বের করে আনে এবং ফোলাভাব কমে। সালিসিলিক অ্যাসিড বা সালফার যুক্ত স্পট ট্রিটমেন্টও ভালো বিকল্প।
 

সর্বশেষ